২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রাণ হারান মোট ৭৪ জন।
আমার ভাইদের খু*নি হাসিনা কেন এইভাবে মে*রে*ছে? এখনো কি আমরা এর ন্যায্য বিচার পাব না!
পিলখানা ট্র্যাজেডির অপ্রকাশিত এই ছবিগুলো, দুর্বল হার্টের লোকজন দেখবেন না!!
দেখুন মানুষ কতটা নির্মম নি*কৃষ্ট হলে এভাবে আরেকটা মানুষকে মাটিতে পুতে রেখে মা*রতে পারে।
রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের ১৫ বছর পেরিয়ে গেলেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি কোনো মামলার। এ নিয়ে করা দুটি মামলার মধ্যে হত্যা মামলার বিচার আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমাণ। ২০১১ সালে শুরু হওয়া বিস্ফোরক আইনের মামলার বিচার ঢাকার আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
0 Comments