Header Ads Widget

ক্রিকেটার হিসেবে নয়; তামিম ফিরবেন বিসিবির বস হয়ে

ক্রিকেটার হিসেবে নয়; তামিম ফিরবেন বিসিবির বস হয়ে! 



সরকার পতনের পর থেকেই পলাতক নাজমুল হাসান পাপন। অধিকাংশ পরিচালকরাও আসছেন না ক্রিকেট বোর্ডে। আজ আবার পদত্যাগ করেছেন জালাল ইউনূস, যিনি দায়ীত্বে ছিলেন ক্রিকেট অপারেশন্সের। 

জোড় গুন্জন আছে, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পরামর্শে তামিম ফিরবেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান হিসেবে। 

আজ বিসিবি পরিদর্শনকালেও উপদেষ্টার সাথেই সার্বক্ষণিক ছিলেন তামিম। ঘুরিয়ে দেখিয়েছেন পুরো বিসিবি প্রাঙ্গন, ছিলেন এক মিটিংয়েও।

তো দর্শক বাংলাদেশের একজন সাধারণ ক্রিকেট প্রেমী হয়ে এই মুহূর্তে আপনি তামিম ইকবালকে কি হিসেবে দেখতে চান?

ক্রিকেটার তামিম, নাকি বোর্ড পরিচালন তামিম; কাকে চান আপনি? 

তবে যতটুকু জানা গেছে, তামিম ইকবাল ক্রিকেটার হিসেবে নয়, বিসিবির বোর্ড পরিচালক হিসেবে আবারো ফিরবেন তামিম ইকবাল। 

Post a Comment

0 Comments